‘পদ্মাবতী’ সিনেমার শুটিং করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে নির্মাতাকে। সঞ্জয় লীলা বানসালির এই ছবিটি শুরু থেকেই ভালোভাবে নিতে পারছেন না রাজপুত করনি সেনা সদস্যরা। প্রথমে গুজব রটে, এই সিনেমায় নাকি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সঙ্গে রানী পদ্মাবতীর একটি স্বপ্নের দৃশ্য আছে। সেই দৃশ্যে দুজনকে শোয়ার ঘরে দেখা গেছে। এ খবর ছড়ানো মাত্রই উগ্রবাদীরা হামলা করে ‘পদ্মাবতী’র সেটে। এরপর কিছুদিনের জন্য ছবির শুটিং স্থগিত ঘোষণা করা হয়। জয়পুরে তাদের শুটিং করতে না দেওয়া হলে কোলাপুরে আবার শুটিং শুরু হয়। সেখানেও ঘটে বিপত্তি। মাঝে কিছুদিন উগ্রবাদীরা চুপচাপ ছিল। সম্প্রতি ‘পদ্মাবতী’র পোস্টার প্রকাশিত হওয়ার পর ছবিটি ঘিরে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবার রাজস্থানের জয়পুরের রাজ মন্দিরের সামনে পোড়ানো হয় এই ছবির পোস্টার। করনি সেনার বিভাগীয় সভাপতি নারায়ণ সিং দিবরালা বলেন, ‘বানসালি আগেই তাদের কথা দিয়েছিলেন যে ছবি মুক্তির আগে তাদের সেটি দেখাতে হবে। এই ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়নি বা রাজপুতদের অনুভূতিকে আঘাত করা হয়নি এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই ছবিটি মুক্তি দিতে দেবেন না তারা। করনি সেনার জয়পুর জেলার সভাপতি নারায়ণ সিং দিবরালার বলেন, ‘ছবি মুক্তির আগেই এটি আমাদের দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু নির্মাতা তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। এমনকি আমাদের না দেখিয়ে ছবির পোস্টারও প্রকাশ করে ফেলেছেন। তিনি যেহেতু কথা রাখেননি, তাই ছবি মুক্তির আগে এটি আমাদের দেখানো না হলে রাজস্থানের সিনেমা হলে এটি মুক্তি দিতে পারবেন না।’