ভালোই চলছিল তাদের বন্ধুত্ব। হঠাৎ প্রেমের প্রস্তাব দেয় ফারিয়াকে। ফারিয়া সাদরে গ্রহণ করে। যখনই প্রেম শুরু তখনই বিপত্তি হাজির। তার পরও চলতে থাকে তাদের প্রেম। একটা সময় শুরু হলো সন্দেহ। সন্দেহ আর অতি ভালোবাসায় ঈরেশ প্রায় পাগল। এমন সময় টুটুল চৌধুরীর সঙ্গে পরিচয়টা ফারিয়ার মনে এক পসলা বৃষ্টি। ফারিয়া ঝুঁকে পড়ে টুটুলের প্রতি। ফারিয়া বলে তোমার সান্নিধ্য আমার কাছে যন্ত্রণা আর টুটুলের সান্নিধ্য বিশুদ্ধ সরোবর। ঈরেশের প্রশ্ন টুটুলের কাছে আপনার কী আছে যা আমার নেই। টুটুলের উত্তর ‘আপনার আছে জোর আমার আছে জাদু।’ এ রকম গল্প নিয়ে শুটিং শেষ হলো একক নাটক ‘জোর না জাদু’। নাটকটি রচনা করেছেন টুটুল চৌধুরী ও সাজ্জাদ স্বপন। মার্দয়া এন্টারটেনমেন্টের ব্যানারে পরিচালনা করেছেন ফজলুল হক।