আট মাস পর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এলেন শীর্ষ নায়ক শাকিব খান। সভাপতির দায়িত্ব শেষ হওয়ার পর গত শুক্রবার তিনি প্রথম গেলেন সমিতির কার্যালয়ে। শাকিব খান ওইদিন বিকালে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিং করতে গিয়েছিলেন এফডিসিতে। খবর পেয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ছুটে যান শুটিং স্পটে। তিনি অভ্যর্থনা জানিয়ে সমিতির কার্যালয়ে নিয়ে আসেন শাকিব খানকে। এ সময় কার্যালয়ে উপস্থিত সবাই তাদের মাঝে সাবেক দুবারের এই সভাপতিকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সভাপতির চেয়ারে বসে শাকিব খান সবাইকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির আজ করুণ অবস্থা। কাজ নেই। অনেকেই বেকার। এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। মানসম্মত কাজ কীভাবে বাড়ানো যায়, সেদিকে খেয়াল করতে হবে। শিল্পী সমিতি সম্পর্কে তিনি
বলেন, নায়করাজ রাজ্জাক এই সংগঠন গড়েছিলেন। তার স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তাকে স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে হবে। জায়েদ খান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খানকে সংগঠনটির উপদেষ্টা করা হবে। তিনি বলেন, এখন হানাহানি করে, চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করে ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না। ঐক্যবদ্ধভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। শাকিব খান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির শুভেচ্ছাদূত। আমরা তাকে নিয়ে গর্ব করি। আর শিল্পী সমিতি কাউকে নিষিদ্ধ করেনি। শাকিব খান ৪০ মিনিট শিল্পী সমিতির কার্যালয়ে অবস্থান করেন। এরপর জায়েদের হাত ধরেই শিল্পী সমিতির কার্যালয় থেকে ‘আমি নেতা হবো’র মেকআপ রুমে যান। শাকিব এফডিসি ও শিল্পী সমিতিতে এসেছেন এমন খবর শুনে এফডিসিতে নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা সব বিভেদ ঘুচে যাওয়ার আনন্দে উল্লসিত হয়ে ওঠেন। এ সময় শাকিব ও জায়েদের সঙ্গে ওমর সানিও উপস্থিত ছিলেন।