সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হলেন জান্নাতুল নাঈম এভ্রিল। চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। এদিকে দুয়েক দিনের মধ্যেই বিজয়ী দশ প্রতিযোগীদের নিয়ে ওয়ার্ল্ড ট্যুর এর পরিকল্পনাসহ প্রাইজ গিভিং প্রোগ্রাম এর আয়োজন করা হবে বলে জানিয়েছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। জমকালো পরিসরে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা উন্মোচিত হয়েছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের। এদিকে প্রতিযোগিতার শেষ মুহূর্তে বিজয়ীর নাম ঘোষণা নিয়ে তৈরি বিভ্রান্তির জবাব দিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরি। তিনি বলেন, ‘আসলে দুজনের নাম প্রায় একই হয়ে যাওয়াতে সমস্যাটা হয়েছে। লাইভ টেলিকাস্টের কারণে আমরা হুট করেই জানতে পারি আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় রয়েছে। তখন তাড়াহুড়ো করতে হয়েছে। ভারতীয় উপস্থাপিকা শিনা ঠিকঠাক সব চালিয়ে নিলেও মূল নাম উপস্থাপন করতে গিয়ে ভুল করে ফেলেছে। এমন ভুল অস্কারের মতো আসরেও হয়। এরপরও আমরা এ ধরনের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে এও বলতে চাই এটাই চূড়ান্ত ফল, এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’ উল্লেখ্য, উপস্থাপিকা প্রথমে জান্নাতুন সুমাইয়ার নাম ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ী হিসেবে উচ্চারণ হয় জান্নাতুন নাঈমের নাম।