শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উনিশ বছরে চ্যানেল আই

শোবিজ প্রতিবেদক

উনিশ বছরে চ্যানেল আই

উনিশে উচ্ছ্বাস স্লোগান নিয়ে বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন-আকাঙ্ক্ষা আর জীবনধারার প্রিয় সঙ্গী চ্যানেল আই পা রাখছে উনিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে দেড় যুগ পার করার এই অধ্যায়। আঠারো বছরের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গাটা প্রসঙ্গে শাইখ সিরাজ (পরিচালক ও বার্তা প্রধান চ্যানেল আই) বলেন, ‘আমাদের এই পথ চলায় প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল রয়েছে বেশ। প্রতি বছরই আমরা নতুনভাবে আমাদের পথ চলা শুরু করি। আমরা সব সময় চেষ্টা করেছি গণমানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে। আমাদের মুক্তিযুদ্ধ, শিল্পসংস্কৃতি বুকে ধারণ করে জনগণের সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার বিনিময়ে আমরাও দর্শকদের কাছ থেকে পেয়েছি অনেক ভালোবাসা। আমরা চেয়েছি এমন একটি টিভি চ্যানেল তৈরি করতে, যাতে মানুষ বলতে পারে এটি আমার চ্যানেল। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই পর্দায় আসছে আরও ঝকঝকে এবং চকচকে ছবি নিয়ে। অর্থাৎ চ্যানেল আই দর্শকরা এখন এইচডি বা হাই-ডেফিনিশনে চ্যানেলটি দেখতে পাবেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যেও নিজস্ব শক্ত অবস্থানে টিকে থাকবে চ্যানেল আই। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর