শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘লক্ষ্মীকুঞ্জ’ চুরি!

শোবিজ প্রতিবেদক

‘লক্ষ্মীকুঞ্জ’ চুরি!

লক্ষ্মীকুঞ্জের নামফলক, চুরি যাওয়ার পর শূন্যস্থান

সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের বাসার নামফলকটি চুরি হয়ে গেছে। শনিবার সকালে নায়করাজের ছোট ছেলে সম্রাট ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, ‘ভোরে উঠে দেখি বাসার গেটের পাশে থাকা ‘লক্ষ্মীকুঞ্জ’ লেখা নামফলকটি নেই। তিনি আরও লেখেন ভাগ্যিস গেটটি খুলে নিয়ে যায়নি।’ নায়করাজ প্রয়াত হয়েছেন গত ২১ আগস্ট। তার মৃত্যুর এক মাস পরেই তার বাসার নাম ফলকটি চুরি গেল। এ খবর শোনার পর অনেক চলচ্চিত্রকার বলছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই রাজা বেঁচে থাকতে কখনো তার বাসায় সামান্য চুরির ঘটনা পর্যন্ত ঘটেনি। আর আজ তার মৃত্যুর অল্প সময় পরেই তার বাসার গেটে থাকা বাড়ির নামফলকটি চুরি হয়ে গেল কীভাবে? দারোয়ান কোথায় ছিল? রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে কী রাজবাড়ির আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে? কেউ আবার বলছে হয়তো এটি কোনো ভক্তের কাজ হতে পারে। নায়করাজের বিয়োগ ব্যথায় আহত ভক্ত হয়তো নায়করাজের স্মৃতি সারা জীবন বুকে আগলে রাখতেই ‘লক্ষ্মীকুঞ্জ’ ফলকটি খুলে নিয়ে গেছে। তবে সবার কথা হলো নায়করাজের বাড়ির প্রহরা জোরদার করা দরকার। কারণ এই বাড়িটি আজীবন নায়করাজের স্মৃতি বহন করবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর