শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চার কিংবদন্তির মুগ্ধতা...

শোবিজ প্রতিবেদক

চার কিংবদন্তির মুগ্ধতা...

আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আলী হোসেন ও আলম খান

১২তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’এ মুগ্ধতা ছড়ালেন চার কিংবদন্তি সংগীতকার। এতে বিভিন্ন ধরনের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক। তবে সবকিছু ছাপিয়ে যে পরিবেশনাটি ছিল বেশি আলোচিত তা হচ্ছে বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি চারজন সুরকার, সংগীত পরিচালকদের নিজের সুর করা গান তাদেরকে দিয়েই গাওয়ানো। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই চারজন কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক আলী হোসেন, আলম খান, শেখ সাদী খান ও আলাউদ্দিন আলী নিজ কণ্ঠে সংগীত পরিবেশন করেন। আলী হোসেন দর্শকদের উদ্দেশে গেয়ে শুনান মমতাজ আলী নির্দেশিত ‘উসিলা’ চলচ্চিত্রের জাফর ইকবালের লিপে যাওয়া ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা এই গানটি গেয়েছিলেন সুবীরনন্দী। আলম খান সৈয়দ শামসুল হকের লেখা অ্যান্ড্রু কিশোরের গাওয়া ‘কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম’ গানটি গেয়ে শুনান। শেখ সাদী খান নজরুল ইসলাম বাবুর লেখা কুমার শানুর গাওয়া ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানটি এবং আলাউদ্দিন আলী বিটিভিতে প্রচারিত প্রয়াত নায়ক জাফর ইকবালের গাওয়া মনিরুজ্জামান মনিরের লেখা আধুনিক গান ‘সুখে থাকো ও আমার নন্দিনী’ গানটি গেয়ে শুনান।

সর্বশেষ খবর