শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ন গ র জু ড়ে ছু টি র আ মে জ

ন  গ  র  জু  ড়ে  ছু  টি  র   আ  মে  জ

কনডেমড সেল নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

  আজ শেষ হচ্ছে ‘অস্তিত্বের আখ্যান’ শীর্ষক প্রদর্শনী

অঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ শুক্রবার শেষ হচ্ছে চিত্রশিল্পী রেজা আসাদ আল হুদা অনুপমের ‘অস্তিত্বের আখ্যান’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।

 

জাদুঘরে চলছে সিরামিক প্রদর্শনী

জাতীয় জাদুঘর ও কসমস গ্যালারির যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে শিল্পী আখতারুন নাহার আইভির একক সিরামিক প্রদর্শনী।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা ও শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত সব শ্রেণির দর্শনার্থীর জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। ১০ অক্টোবর শেষ হবে এই প্রদর্শনী।

 

আজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে আজ শুক্রবার চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হচ্ছে ‘শরৎ উৎসব-১৪২৪’। সকাল ৭টায় যন্ত্রসংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হবে এ উৎসব। শরত্কথন, একক সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, এবং দলীয় নৃত্য থাকবে এ উৎসবে। শরত্কথনে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি ড. নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

 

শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শিল্পকলা একাডেমির আয়োজনে আজ শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’। একযোগে দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত হবে এই উৎসব। ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। উৎসবে সমকালীন দেশীয় চলচ্চিত্র বিভাগের ১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আর এ বিভাগ থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। শ্রেষ্ঠ চলচ্চিত্র পাবে পুরস্কার হিসেবে ২ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাকে প্রদান করা হবে ১ লাখ টাকা।

 

ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যাল

কুল এক্সপোজার, একর কমিউনিকেশন, সেভেন্থ সেন্স এবং ইনভেন্টরস পাপেটের যৌথ আয়োজনে আজ শুক্রবার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যাল ২০১৭’। এটি চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত।

 

নাটক

শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব

গঙ্গা-যমুনা নাটোৎসব পর্ষদের আয়োজনে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দশ দিনের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৭’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ভারতের ৩টি ও ঢাকার ২৬টিসহ ২৯টি নাট্যদলের ২৯টি নাটক মঞ্চায়ন হবে। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় আজ শুক্রবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর নাট্যদল প্রযোজিত নাটক ‘কনডেমড সেল’। এটি রচনা করেছেন অনন্ত হীরা ও নির্দেশনায় আউয়াল রেজা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর