শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

১২১ প্রেক্ষাগৃহে ‘ঢাকা অ্যাটাক’

শোবিজ প্রতিবেদক

১২১ প্রেক্ষাগৃহে ‘ঢাকা অ্যাটাক’

গত বৃহস্পতিবার প্রিমিয়ার শোর পর অনেকের ভালো লাগার জায়গা দখল করে নেয় দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছিবিটি। সোয়াত, পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অভিযান চালায় তা দেখা যায় এতে। একদল চৌকস পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে সাজানো হয়েছে ছবিটি। ‘ঢাকা অ্যাটাক’কে বলা হচ্ছে দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। গতকাল সারা দেশের ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। অ্যাকশন ধাঁচের ছবিটির অন্য অভিনয় শিল্পীরা হলেন আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, শিপন মিত্র প্রমুখ। গল্পটি লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। এ ছবির জন্য বানানো ‘টুপটাপ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও সোমলতা। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।

সর্বশেষ খবর