শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইউএইতেও সফল শাকিব

শোবিজ প্রতিবেদক

ইউএইতেও সফল শাকিব

বাংলাদেশ ও ভারত জয়ের পর এবার সংযুক্ত আরব আমিরাত মাতাল শাকিব খানের ‘নবাব’ ছবিটি। শুক্রবার কুয়েত, কাতার, সৌদি আরবসহ বেশকটি দেশের শীর্ষ মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পায়। আর ছবির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো কোনো বাংলা ছবি বাণিজ্যিকভাবে মুক্তি পেল। মাল্টিপ্লেক্সগুলোতে ইংরেজি ও সাইফ আলী খানের একটি হিন্দি ছবিকে পেছনে ফেলে তুমুল দর্শকপ্রিয়তায় ছবিটি চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ছবিটি দেখতে শুধু প্রবাসী বাঙালিরা নন, স্থানীয় দর্শকও টিকিট না  পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আরবিতে সাব-টাইটেল করে ছবিটি ইউএইতে মুক্তি দেওয়া হয়েছে। শাকিব খানের ‘শিকারি’ ছবিটির মাধ্যমে বিদেশে প্রথম বাণিজ্যিকভাবে বাংলা ছবি মুক্তি পেয়ে জনপ্রিয়তা পায়। সেই সূত্রধরে এবার শাকিবের ‘নবাব’ মুক্তি পেয়ে সফল হলো। শাকিব খান বলেন, শুধু আমার ছবি নয়, এই সফলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ছবি মুক্তির দুয়ার খুলে গেল। এর আগে এশিয়া, ইউরোপ আর আমেরিকায় ‘শিকারি’ ছবিটি মুক্তি পেয়ে ব্যবসায়িক সফলতা পেয়েছে। এভাবে যদি আমরা বিশ্ব বাজারে আমাদের ছবি প্রদর্শন করতে পারি তাহলে বিশাল অঙ্কের অর্থ উপার্জন সম্ভব। আর তাতে বিগ বাজেটের মানসম্মত ছবি নির্মাণের মাধ্যমে বাংলাদেশি ছবি আবার সফলতায় ভাসবে। ইউএইর মাল্টিপ্লেক্সগুলোতে ইংরেজি ও হিন্দি ছবির পোস্টারের মাঝে ‘নাও শোয়িং নবাব’ ব্যানার দেখে সত্যি নিজের দেশের জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছে। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর