বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উচ্ছ্বসিত নওশাবা

শোবিজ প্রতিবেদক

উচ্ছ্বসিত নওশাবা

দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি এরই মধ্যে পেয়েছে আকাশচুম্বী সফলতা। ছবিটির গল্প লিখেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার। প্রযোজনা করেছে থ্রি হুইলারস ফিল্মস, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও কিউ-প্লেক্স কমিউনিকেশন এবং পরিবেশনায় টাইগার মিডিয়া লিমিটেড। ঢাকায় একাধিক খুন ও বোমা বিস্ফোরণের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান নিয়ে এই চলচ্চিত্রের গল্প। অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন আহমেদ, এ বি এম সুমন, কাজী নওশাবা আহমেদসহ আরও অনেকেই। এ প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ বলেন, ‘গল্পটি একেবারেই অন্যরকম। এমনটা সচরাচর দেখা যায় না। এখানে সোয়াট টিমকে উপস্থাপন করা হয়েছে। ভালো গল্প যে দর্শক গ্রহণ করে, তারই প্রমাণ হলো ‘ঢাকা অ্যাটাক’। গল্পের ভিতরে থ্রিলার, পুলিশের পরিশ্রম, সাহসিকতা, দেশপ্রেম, ত্যাগ, মানবিকতা— এসবই ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে আমার উপস্থিতি একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী হিসেবে। গর্ভবতী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে সে চলে যায় তার দায়িত্ব পালন করতে। স্বামীর ওপর তার অনেক অভিমান। এই পুলিশ কর্মকর্তা স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় স্ত্রীর চোখ ভিজে গেছে। সবার কাছে মনে হয়েছিল, আমরা বাস্তবের স্বামী-স্ত্রী।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর