রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আলোচনায় তাসকিন

শোবিজ প্রতিবেদক

আলোচনায় তাসকিন

‘আমাদের সিনেমায় এক ভিলেন হিসেবে পারফর্ম করতেন শ্রদ্ধেয় হুমায়ুন ফরীদি আর তারপর এই দেখলাম তাসকিন আহমেদকে। অতি দানবীয় চরিত্রে অতি মানবীয় পারফরম্যান্স!’ দীপঙ্কর দীপনের ছবি ‘ঢাকা অ্যাটাক’ দেখে বের হওয়ার পর এমনই মন্তব্য নীল চোখের খলনায়করূপী নায়ক তাসকিন আহমেদের এক ভক্তের। যেখানে বাংলা সিনেমায় আমরা ভালো হিরোদের জন্য ধুঁকে মরছি, সেখানে একজন ভালো ভিলেন পাওয়া চাট্টিখানি কথা নয়! ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে হৃদয়হরণ করা তাসকিনের প্রত্যেকটা ডায়ালগে ছিল এক জাদুকরী ছোঁয়া। তার স্টাইল, কথা বলার ভঙ্গি থেকে শুরু করে সবকিছুর মধ্যে ছিল একটা হলিউডি আবহ। কী লুক, আর কী অভিনয়! একেবারে পারফেক্ট। স্মার্ট, ড্যাশিং, ডেডলি! পর্দায় এমন জাদুকরী আবির্ভাব যেন সব দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। নায়ক-নায়িকাকে ছাপিয়ে ভিলেন জিসানই হয়ে উঠেছেন হিরো! পর্দায় তাসকিন ছিলেন জিসান নামের এক সাইকো চরিত্রে। ক্যারেক্টার দিয়ে সবাইকে বাজিমাত করে দিয়েছেন। তিনি জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশুর আপন ভাই, থাকেন অস্ট্রেলিয়ায়। তিনটি চলচ্চিত্রে তিনি কাজও করেছেন!   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর