মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্বপন দত্ত ও দীপঙ্কর মণ্ডলের সংগীত সন্ধ্যা

শোবিজ প্রতিবেদক

স্বপন দত্ত ও দীপঙ্কর মণ্ডলের সংগীত সন্ধ্যা

সম্প্রতি ‘ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র’ আয়োজন করে ভারতীয় লোক সংগীতশিল্পী স্বপন দত্ত বাউল আর বাংলাদেশি আধুনিক গানের শিল্পী দীপঙ্কর মণ্ডলের সংগীত সন্ধ্যা। এই অনুষ্ঠানটি ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী দীপঙ্কর মণ্ডল ‘মহিসাসুরি মারদিনি’, ‘দ্বীপ ছিল শিখা ছিল’, ‘আমার না যদি থাকে সুর’সহ ৫টি গান পরিবেশন করেন। আর স্বপন দত্ত বাউল পরিবেশন করেন ‘বাউল বাউল বলছে সবাই’, ‘ভবে একজনই দিতে জানে গো,’ মেনোকা মাথায় দিল ঘোমটা’সহ ৫টি বাউল গান। জানা যায়, স্বপন দত্ত বাউল ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত একজন বাউল লোক সংগীতশিল্পী। তিনি নিয়মিত ভারতের ‘অল ইন্ডিয়া রেডিও ও ‘দূরদর্শনে’ সংগীত পরিবেশন করে থাকেন। অন্যদিকে বাংলাদেশি আধুনিক সংগীতশিল্পী দীপঙ্কর মণ্ডল বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী। তিনি দেশে ও দেশের বাইরে অনেক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

 

সর্বশেষ খবর