বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আপামায় শাইখ সিরাজ

শোবিজ প্রতিবেদক

আপামায় শাইখ সিরাজ

এশিয়া প্যাসিফিক এগ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনে সদস্যরা

কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তিবিষয়ক যোগাযোগ সম্প্রসারণে গঠিত হয়েছে গণমাধ্যমের সংগঠন এশিয়া প্যাসিফিক এগ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন আপামা। চীনের হুবেই প্রদেশের উহানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি মেলায় শেষ দিনে ‘ক্যামডা’র উদ্যোগে গঠিত হয় এই সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, জাপানের প্রবীণ সাংবাদিক ওসিসুকে কুশিদা, ইতালির বারবারা মেনগোজি ও ইরানের গোলাফরা ফারিদুনসহ উপস্থিত সাংবাদিক কৃষির আধুনিকায়নে আন্তর্জাতিক গণমাধ্যমের একাত্মতায় একমত হন। প্রতি বছর সাধারণ সভার মাধ্যমে বিশ্বব্যাপী কৃষির অগ্রগতি, প্রযুক্তি ও যন্ত্রপাতির উত্কর্ষ এবং গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করবে এই সংগঠন। এর সদস্য হিসেবে আরও রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, নেপাল, ফ্রান্স, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কৃষি প্রযুক্তিবিষয়ক প্রকাশনার প্রধানরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর