রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নদী ও মানুষের গল্প ‘হালদা’

শোবিজ প্রতিবেদক

নদী ও মানুষের গল্প ‘হালদা’

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবি। ‘হালদা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি গণমাধ্যমকে বলেন, বিজয়ের মাস ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘হালদা’। অন্যদিকে ফেসবুক লাইভে এসেও তৌকীর আহমেদ ১ ডিসেম্বরকেই মুক্তির তারিখ হিসেবে ঘোষণা দেন। ‘হালদা’ ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে তৌকীর আহমেদ জানান, ‘হালদা’ নদী ও মানুষের জীবনের গল্প। আর নদী ও নারীর মধ্যে একটা জায়গায় খুব মিল আছে। ‘হালদা’ সেই সব গল্পকেই তুলে ধরার চেষ্টা করবে। এ ছবির মধ্যে গানও আছে, বিনোদনও আছে, মানুষের গল্পও আছে। আবার একটি নদীর কাহিনী আছে। নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা— এসব উঠে আসবে ‘হালদা’ ছবির কাহিনীতে। আজাদ বুলবুলের কাহিনীতে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।

সর্বশেষ খবর