রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কলকাতা চলচ্চিত্র উৎসবে জয়া

শোবিজ প্রতিবেদক

কলকাতা চলচ্চিত্র উৎসবে জয়া

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গত শুক্রবার থেকে শুরু এ উৎসব সাত দিন ধরে চলবে। পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বেশ কিছু সিনেমার প্রদর্শন হবে এ উৎসবে। এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্রটি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিতে আরও অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে। এখানে আরও প্রদর্শিত হবে মারাঠি ছবি ‘দশক্রিয়া’; যার পরিচালক সন্দীপ ভালচন্দ্র পাতিল। সেরা মারাঠি ছবির জাতীয় পুরস্কার পেয়েছে এ ছবি। অসমিয়া ছবি ‘হান্দুক’ রয়েছে তালিকায়। তামিল ছবি ‘জোকার’ দেখানো হবে। কোঙ্কনি ছবি ‘কে সেরা সেরা’ তালিকায় রয়েছে। টুলু ভাষায় তৈরি ছবি ‘মাদিপু’ দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। মালয়ালি ছবি ‘মাহেশিন্তে প্রতিকরম’ ছবিটি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। আরও দেখানো হবে সোনম কাপুরের ‘নিরজা’ ছবিটিও। এ ছাড়াও রয়েছে ‘পেল্লি চপুলু’, ‘রং সাইড রাজু’ এবং ‘রিসার্ভেশন’ নামের ছবি।

সর্বশেষ খবর