রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

থিয়েটার অলিম্পিকে ফেইড্রা

শোবিজ প্রতিবেদক

থিয়েটার অলিম্পিকে ফেইড্রা

প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম থিয়েটার অলিম্পিক ২০১৮’। উপমহাদেশের মঞ্চ নাটকের তীর্থস্থান বলে খ্যাত নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার [এনএসডি] আয়োজনে হচ্ছে এই থিয়েটার অলিম্পিক। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে বিশ্ব নাটকের এই মহোৎসব। থিয়েটার অলিম্পিকে মঞ্চস্থ হবে পৃথিবীর সেরা ৫০০টি নাটক। নয়াদিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের শহরে নাটকগুলো প্রদর্শিত হবে। ৭০০টি অ্যাম্বিয়েন্স পারফরম্যান্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অগ্রজ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্দেশক ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় ‘ফেইড্রা’ নাটকটি এ উৎসবে প্রদর্শিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়েছে। জ্যঁ রাসিনের ফরাসি ধ্রুপদী এ নাটকে অভিনয় করবেন এম এ শ্রেণির শিক্ষার্থীরা। বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীরা নাটকটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। ‘অষ্টম থিয়েটার অলিম্পিক’-এর এবারের থিম ‘ফ্ল্যাগ অব  ফ্রেন্ডশিপ’।

সর্বশেষ খবর