রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

লাল-সবুজে জাগরূক রবীন্দ্র দেশাত্মবোধ

শোবিজ প্রতিবেদক

লাল-সবুজে জাগরূক রবীন্দ্র দেশাত্মবোধ

কবিগুরু রবীন্দ্রনাথের দেশাত্মবোধকে উদ্ভাসিত করতে লাল-সবুজের বিশাল পতাকা হাতে মঞ্চে এলো ছয়জনের দল। শিল্পী লিলি ইসলামের কণ্ঠে তখন ধ্বনিত হচ্ছিল আবেগাপ্লুত সংগীত ‘সার্থক জনম আমার’। মঞ্চের অগণিত দর্শক-শ্রোতা মুহূর্তেই হয়ে উঠলেন ধ্যানমগ্ন। রবীন্দ্রানুরাগীদের হৃদয়তন্ত্রীতে এভাবেই জাগরূক হলো দেশাত্মবোধ। রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন ‘উত্তরায়ণ’-এর প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকীতে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এভাবেই সূচনা করা হয় ‘আমাদের রবীন্দ্রনাথ’ শীর্ষক গীতিআলেখ্য। এর আগে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সুখে, দুঃখে, যুদ্ধে সব সময় বড় ভরসা।’ উত্তরায়ণের পরিচালক কণ্ঠশিল্পী লিলি ইসলাম বলেন, ‘এটি উত্তরায়ণের সপ্তম আয়োজন। এ আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের শিক্ষা, সংস্কৃতি এই প্রজন্মের মাঝে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।’

সর্বশেষ খবর