সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় ‘পোর্ট্রেইটস অব লিমা’

শোবিজ প্রতিবেদক

শিল্পকলায় ‘পোর্ট্রেইটস অব লিমা’

আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অন্যরা

পেরুর বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ইউজিন কুরেটের তোলা ছবি নিয়ে ‘পোর্ট্রেইটস অব লিমা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার শিল্পকলা একাডেমিতে। প্রদর্শনীতে পেরুর মানুষের জীবনঘনিষ্ঠ বিভিন্ন ছবির মাধ্যমে পেরুর সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্য ও গভীরতা তুলে ধরা হয়েছে। আলোকচিত্রী ইউজিন কুরেটের এই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে পেরুর শিল্প ও সংস্কৃতির বহুমুখিতা এবং অনন্য রূপ। ১৭ নভেম্বর শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে পেরুর সম্মানিত কন্সাল সারাহ আলী এবং প্রখ্যাত আলোকচিত্রী গোলাম মোস্তফা। উপস্থিত সবাই প্রদর্শিত আলোকচিত্রের শিল্পমান ও গুরুত্ব নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ ও পেরুর মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করেন। শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনী আগামী ২১ নভেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে বিকাল ৫টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ খবর