শিরোনাম
সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আর্কাইভ হচ্ছে নায়করাজ রাজ্জাকের

শোবিজ প্রতিবেদক

আর্কাইভ হচ্ছে নায়করাজ রাজ্জাকের

কিংবদন্তি চলচ্চিত্রকার সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাককে নিয়ে আর্কাইভ চালু হচ্ছে। আগামী বছরের ২৩ জানুয়ারি নায়করাজের জন্মদিনে আর্কাইভটি চালু হতে পারে। আর এটি করবেন নায়করাজের পরিবার। নায়করাজের বড় ছেলে চলচ্চিত্রকার বাপ্পারাজ জানান, বাবার সবকিছু সংরক্ষণে রাখছি। বাবার নামে একটি আর্কাইভ করার চিন্তা রয়েছে। যেখানে বাবাকে নিয়ে সব তথ্য পাওয়া যাবে। বাবার জীবনী প্রকাশ নিয়ে এখনো কিছু ভাবিনি। এটি প্রকাশ করব পারিবারিকভাবে। বাপ্পারাজ বলেন, ছটকু আহমেদকে বই প্রকাশের অনুমতি দিইনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাবার জীবদ্দশায় কেউ কেউ যখন বাবাকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলছিলেন তখন তো তাদের এ নিয়ে প্রতিবাদ করতে দেখিনি। বরং না শোনার ভান করেছেন তারা। অথচ আজ ছটকু আহমেদ তাদের মন্তব্য নিয়ে নায়করাজের জীবনীগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন। এটি সত্যিই দুঃখজনক। বাপ্পারাজ বলেন, কষ্টের কথা হলো বাবার পক্ষে কথা বলায় চিত্রপরিচালক গাজী মাহাবুবকে চলচ্চিত্র পরিচালক সমিতি এখনো নিষিদ্ধ করে রেখেছে। নায়করাজের কনিষ্ঠ ছেলে নির্মাতা-অভিনেতা সম্রাট বলেন, কেউ যাতে বাবাকে নিয়ে বই প্রকাশ, রেডিও, টিভিতে অনুষ্ঠান প্রচার বা নির্মাণ করতে না পারে সে জন্য পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করেছি। সম্রাট আক্ষেপ করে বলেন, বাবার মৃত্যুর পর চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর সাহেব, নায়ক আলমগীর চাচা, গাজী মাজহারুল আনোয়ার চাচা ছাড়া আর তেমন কেউ আমাদের পাশে এসে দাঁড়াননি। অথচ আজ অনেকে বাবাকে নিয়ে বই প্রকাশ আর ডকুমেন্টারি নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মাকে নিয়ে আমাদের পারিবারিক আইনজীবীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব উদ্যোগ নিতে যাচ্ছেন তারা যদি আমাদের অনুমতি ছাড়া বাবাকে নিয়ে কোনো কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পারিবারিকভাবে আমরা জানুয়ারি মাসে বাবার সব ভিজ্যুয়ালি ইনফরমেশন নিয়ে আর্কাইভ চালু করব। বাবার জীবনীগ্রন্থ বা যা কিছু করার সব পরিবারের পক্ষ থেকেই করা হবে।

সর্বশেষ খবর