শিরোনাম
সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শুরু হচ্ছে ‘বাংলার কণ্ঠ’

শোবিজ প্রতিবেদক

আবহমানকাল ধরে চলা বাংলা গানের সুর ও ছন্দ বিশ্বব্যাপী সমাদৃত। আর বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করার লক্ষ্যে ‘বাংলার কণ্ঠ’ নামক এক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  এটি একটি মিউজিক্যাল রিয়ালিটি শো। এর লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে বাংলা গানের সংগীত প্রতিভাকে তুলে আনা। সমপ্রতি এই বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন র্কাফ এন্টারপ্রাইজের কর্নধার জনাব ফয়েজ উল্যা ইকবাল, বাংলার কণ্ঠের উপদেষ্টা ইমরান হোসেন পাটোয়ারীসহ অনেকেই। বাংলার কণ্ঠের মূল পরিকল্পনা ও পরিচালনায় আছেন জনাব মাহাবুব আহাসান টনি। অন্যদিকে বিচারক হিসেবে দায়িক্ত পালন করবেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক ওস্তাদ আলাউদ্দিন আলী, সংগীত শিল্পী রবি চৌধুরী এবং সংগীত তারকা আখিঁ আলমগীর। এছাড়াও মাঠ পর্যায়ে বিচারক হসেবে থাকবেন অনেক গুনী শিল্পী , সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার। উল্লেখ্য, অডিশনে অংশগ্রহন করতে বয়সসীমা হতে হবে ১৪ থেকে ৩৫ বছরের মধ্যে। ‘বাংলার কণ্ঠ’ অনুষ্ঠান  উপস্থাপনায় রয়েছেন আর.জে নিরব ও শান্তা জাহান। অনুষ্ঠানটি ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর