বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্টার অ্যাওয়ার্ডে তারিন-তৌকীরের নাটক

শোবিজ প্রতিবেদক

স্টার অ্যাওয়ার্ডে তারিন-তৌকীরের নাটক

‘পুনশ্চ জয়িতা’ নাটকের একটি দৃশ্যে তৌকীর-তারিন

প্রতি বছরের মতো এবারও আরটিভিতে সম্প্রচারিত সব নাটক ও অনুষ্ঠানের মধ্যে সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পীদের স্টার অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান করতে যাচ্ছে। শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ পরিচালক, কেন্দ্রীয় অভিনেতা-অভিনেত্রী, প্রধান চরিত্রে অভিনেতা-অভিনেত্রীসহ মোট ছয়টি বিভাগে মনোনয়ন লাভ করেছে তারিন-তৌকীর অভিনীত  মুক্তিযুদ্ধের নাটক ‘পুনশ্চ জয়িতা’। গত স্বাধীনতা দিবসে আরটিভিতে ’পুনশ্চ জয়িতা’ প্রচার হয়েছিল। নাটকটির নাট্যকার শ্রাবণী ফেরদৌস এবং পরিচালনা করেছেন যৌথভাবে  শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। এই নাটকে বীরাঙ্গনার চরিত্রে অভিনয়ের জন্য ডলি জহুর, বীরাঙ্গনার মেয়ে এবং একজন চলচ্চিত্র পরিচালকের চরিত্রে অভিনয়ের জন্য তারিন জাহান, বীরাঙ্গনার স্বামীর চরিত্রে অভিনয়ের জন্য আল মামুন এবং একজন স্ক্রিপ্ট লেখকের চরিত্রে অভিনয়ের জন্য তৌকীর আহমেদ মনোনয়ন পেয়েছেন। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘নাটকের গল্পটি অসাধারণ। একজন স্ক্রিপ্ট লেখক আর একজন চলচ্চিত্র পরিচালকের কাজের মধ্যদিয়ে যে একটি মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলা যায়, এই নাটকটি না দেখলে তা বুঝা যাবে না। আর খুব ভালো লাগছে স্টার অ্যাওয়ার্ডে আমাদের এই নাটকটি মনোনয়ন পেয়েছে।’ দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর রায় এবং দর্শকদের এস এম এস-এর ভিত্তিতে বিজয়ীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। আগামী ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওর্য়াড তুলে দেওয়া হবে। 

সর্বশেষ খবর