মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় আটক অনন্য মামুন

শোবিজ প্রতিবেদক

মালয়েশিয়ায় আটক অনন্য মামুন

সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে আদম পাচার করার অভিযোগে মালয়েশিয়ান পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। গত রবিবার মধ্যরাতে মালয়েশিয়ান পুলিশ মামুনকে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করে। পরে তার সঙ্গে থাকা আরও ২২ জনকেও আটক করে পুলিশ। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল দুপুরে মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির একজন অভিবাসী বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। এই অভিবাসী আরও জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতেই মামুনকে আটক করা হয়। সে সময় তাকে বেদম মারধরও করা হয়েছে। গতকাল সকালে তাকে রিমান্ডে নেওয়া হয়। পুলিশকে এক লাখ রিঙ্গিতের বিনিময়ে  ছেড়ে দেওয়ার অফারও করেছেন তিনি।’ পুলিশ কর্তৃক মামুনের আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর ওই সাংস্কৃতিক টিমের সদস্য, শিল্পী ও কলাকুশলীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনন্য মামুন এখন মালয়েশিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন। প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এমসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট নামের ওই অনুষ্ঠান। গায়ক আসিফ, আঁখি আলমগীর, চিরকুট, আনিকা কবির শখ, কবির তিথি, মিষ্টি জান্নাত, ইউসুফ আহমদ খান, ইমন, নিরবসহ বিভিন্ন অঙ্গনের শিল্পীরা এতে অংশ নেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস।

সর্বশেষ খবর