রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যোধপুর পার্ক উৎসবে তারা

শোবিজ প্রতিবেদক

যোধপুর পার্ক উৎসবে তারা

ভারতের কলকাতায় ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে যোধপুর পার্ক উৎসব ২০১৮। বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের পাঁচজন জনপ্রিয় শিল্পী। উৎসব কমিটির চেয়ারম্যান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘আমরা ৮ জানুয়ারি বাংলাদেশ দিবস উদযাপন করছি। এ দিন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আমন্ত্রিত শিল্পীদের সম্মানিত করবেন। বাংলাদেশ থেকে আমন্ত্রিতরা হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ড. নাশিদ কামাল, আঁখি আলমগীর, আইয়ুব বাচ্চু ও স্বপ্নীল সজীব। গত ৫ তারিখে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ৮ তারিখ গান গাইবেন আঁখি আলমগীর, আইয়ুব বাচ্চু, ড. নাশিদ কামাল এবং ভরত ফকির। ১০ জানুয়ারি গান গেয়ে শোনাবেন শিল্পী স্বপ্নীল সজীব। উৎসব শেষ হবে ১৪ জানুয়ারি। উৎসবে সংগীত পরিবেশন করবেন— জিৎ গাঙ্গুলী, জুবিন বার্গ, কুনাল গাঞ্জাওয়ালা, ইন্দ্রনীল সেন, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, রূপম ইসলাম, চন্দ্রবিন্দু ব্যান্ড, রাঘব, রূপংকর, মনোময়, ইমন চক্রবর্তী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, জোজো, দেবলিনা কুমার, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্যালে ট্রুপসহ আরও অনেকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর