শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জ্যোতির রাজলক্ষ্মী-শ্রীকান্ত

শোবিজ প্রতিবেদক

জ্যোতির রাজলক্ষ্মী-শ্রীকান্ত

গত বছরের শেষার্ধ আর এ বছরের শুরুর সময়টা জ্যোতিকা জ্যোতির কেটেছে ঢাকা টু কলকাতার পথে। কারণ টলিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে কাজ করছেন। সেটিও রাজলক্ষ্মী-শ্রীকান্তর রিমেক চলচ্চিত্রে। ছবিটি নির্মাণ করছেন প্রখ্যাত নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য্য। এ প্রসঙ্গে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমার কাছে কার বিপরীতে কাজ করছি সেটির চেয়েও বড় কথা হলো কোন প্রোডাকশনে কাজ করছি। তবে ঋত্বিক অবশ্যই অনেকের মতো আমারও প্রিয় অভিনেতা। তাই নিজেকেও প্রকাশ ও প্রমাণের বিষয় রয়েছে। একই সঙ্গে এক ধরনের স্নায়ুযুদ্ধও চলে দুই বাংলার অভিনেতার এ ধরনের কাজে। আশা করছি ভালো কিছু হবে। আমি আমার পরিশ্রম আর নিষ্ঠা দিয়েই চলচ্চিত্রে বা অভিনয়ের এ পর্যায়ে এসেছি। তাই নিজের কাজ নিয়ে আমি অবশ্যই আশাবাদী থেকেউ কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি আমার প্রথম কাজটির ফলাফল দেখেই বাকি কাজ করতে চাই। এখানেও অনেকে অনেক রকম আশা-ভরসা স্বপ্ন দিয়ে থাকেন। কিন্তু হুটহাট করে একাধিক কাজে সাইন করতে চাই না আমি। এই নতুন চলচ্চিত্রের কাজ শেষ করেই বাকি কাজগুলো নিয়ে ভাবব। আর ছবির নির্মাতা আমার আগের কিছু কাজ দেখে পছন্দ করেই আমাকে অফার করেছিলেন।’ সম্প্রতি জ্যোতি শেষ করলেন এই ছবির কাজ। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল চলচ্চিত্রটির শুটিং। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন তারা দুজন। তারপর ভারতের সুন্দরবনের মৌসুনী দ্বীপে শুটিং সেরে জ্যোতি এখন ব্যাগ গোছাচ্ছেন দেশে ফেরার জন্য। জ্যোতি বললেন, ‘আমার কাজ শেষ হলো বাট ছবির শুটিং এখনো কিছুটা বাকি রয়েছে। এতটা ইনভলব ছিলাম যে খুব খারাপ লাগছে। একটা অসাধারণ টিম পেয়েছি, প্রফেশনাল। গ্রেট কো আর্টিস্ট পেয়েছি ঋত্বিক দা, রাহুল দা, অপরাজিতা দি। আর আমার অসাধারণ ডিরেক্টর।’ তিনি আরও বলেন, ‘শুটিংয়ের আগে খুব টেনশন হচ্ছিল। টিমের সবাই আমাকে এতটা আপন করে নিয়েছে যে, আমি বুঝতেই পারিনি দেশের বাইরে একটা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমরা এতটা মনোযোগ আর ভালোবাসা নিয়ে কাজটা করেছি যে, আমাদের আশাকে ছাপিয়ে আরও অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছে।’ প্রদীপ্ত ভট্টাচার্য্যের পরিচালনায় শরত্চন্দ্রের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরই। 

 

সর্বশেষ খবর