সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নারী দিবসে ফারজানা ছবি

শোবিজ প্রতিবেদক

নারী দিবসে ফারজানা ছবি

কোথায় মুক্তি আর কোথায়ই বা বন্ধন এই প্রশ্ন অনন্তকালের। মানব সম্পর্কের এক অপার রহস্যময় শব্দ  ‘মা’। মা-তেই মুক্তি, মা তেই বন্ধন। জীবন থেকে জীবনের বিচ্ছিন্নতাও যেন হার মানে এই শক্তির কাছে। কিন্তু মানব প্রেমের সঙ্গে বস্তুবাদের লড়াই তো আজীবনের। মায়ের অন্ধ পাথরের চোখ ছেলে হামিদের মনে সৃষ্টি করে মার প্রতি ঘৃণা, অবজ্ঞা। কিন্তু মায়ের এই পাথরের চোখই ছেলে হামিদকে দিয়েছে আলো ঝলমলে এক নতুন জীবন, যা ছিল হামিদের অজানা। আর এই অজানা গল্পের খোঁজ যখন মিলল, অভিমানী নিঃস্পৃহায় তখন শূন্যে হারাল মা।

এমনই এক গল্প নিয়ে তরুণ নির্মাতা নুইব হাসান নির্মাণ করলেন নারী দিবসের বিশেষ টেলিছবি ‘কানি মা’। যার নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা ছবি এবং ছেলে হামিদের চরিত্রে ফজলুর রহমান বাবু। টানা তিন দিন জোড়পুকুর, রাজবাগানের জোহা পল্লীতে এই টেলিছবির কাজ হয়। এই কাজটি প্রসঙ্গে অভিনয় শিল্পী ফারজানা ছবি বলেন, নারী প্রধান গল্পে এর আগেও আমি বেশ কবার অভিনয় করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন এক গল্পের বিস্তার ও অভিনব গেটআপের। চরিত্রের প্রয়োজনে শুটিং চলাকালীন পুরোটা সময় আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ পরে কাজ করতে হয়েছে। এই টেলিছবিতে আমার ২৫ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায় উপস্থাপিত হয়েছে। আর এই সবকিছুই আমার অভিনয় জীবনে কঠিন এক নতুন সংযোজন। নির্মাতা নুইব হাসান কাজটি প্রসঙ্গে জানালেন, বিগত আট মাস আমি এই গল্পের চিত্রনাট্য এবং নির্মাণশৈলী নিয়ে কাজ করছি। সব শিল্পী এবং কলাকুশলীর অনবদ্য সহযোগিতায় কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর