মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নায়ক হওয়ার গল্প

টালিগঞ্জের ফিল্মপাড়ার কাছেই ছিল রাজ্জাকদের পৈতৃক বাড়ি। ছোটবেলা থেকেই কানন দেবী, বসন্ত চৌধুরী, ছবি বিশ্বাসদের দেখে দেখে বড় হয়েছেন। তাদের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে মনে মনে ভাবতেন ‘একদিন আমি তাদের মতোই বড় অভিনেতা হব।’ ঢাকায় আসার পর জহির রায়হান ‘বেহুলা’ চলচ্চিত্রের নায়ক বানিয়ে দেন তাকে। ১৯৬৬ সালে ‘বেহুলা’ ছবিটি মুক্তি পায়। ছবিটি ব্যাপক জনপ্রিয় এবং এতে রাজ্জাকের অভিনয় খুবই প্রশংসিত হয়। কলেজ জীবনে মাত্র ২২ বছর বয়সে ‘রতন লাল বাঙালি’ নামক চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন। তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয় হন। এরপর চলচ্চিত্র নির্মাতা আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান।

 সালাউদ্দিন প্রডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু ওয়াস্তাগার লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে কার বউ, ডাকবাবু, আখেরি স্টেশনসহ আরও বেশকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। ’৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হন। নায়ক চরিত্রে প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান। তিনি তিন শতাধিক বাংলা ও উর্দু ছবিতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। জাতিসংঘের শুভেচ্ছাদূতও নিযুক্ত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর