শিরোনাম
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাবার পথ ধরে কিন্তু ভিন্নতায় প্রীতম হাসান

আলী আফতাব

বাবার পথ ধরে কিন্তু ভিন্নতায় প্রীতম হাসান

বাবার হাত ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে প্রথমবার টিভি পর্দায় এসেছিলেন বড় ভাই প্রতীক হাসান। কিন্তু প্রীতম আবির্ভূত হয় তারও এক যুগ পর  কুদ্দুস বয়াতির সঙ্গে গাওয়া ‘আসো মামা হে’ গানের ভিডিও দিয়ে। প্রথম ভিডিওতেই বাজিমাত। ‘সকালের শুরুটা নাকি বলে দেয়, সারা দিন কেমন যাবে’, প্রীতমের শুরুটাও ছিল তেমনই। ‘লোকাল বাস’ ‘বেয়াইন সাব’ ‘জাদুকর’-এর মতো একের পর এক দিতে থাকে হিট নাম্বার। ছোটবেলায় বাবা ছিলেন উৎসাহের কেন্দ্রবিন্দু। বড় হয়ে শিখছেন ভাই প্রতীক হাসানের কাছ থেকে। তবে গান শিখে সেটি নিয়ে সামনের পথে চলা, তা ছিল নিজের ইচ্ছাতেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানের পরিবেশেই বেড়ে ওঠা আমার। বাবা এবং ভাইকে দেখে গানের প্রতি ভালো লাগা কাজ করেছে। তবে ক্যারিয়ারের সিদ্ধান্ত নিজ ইচ্ছাতেই নিয়েছি।’ বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসানের কম্পিউটারে গেমস খেলার ফাঁকে ফাঁকেই কম্পোজিশন শুরু করেন প্রীতম। যদিও শুরুতে গানের জগতে আসার কোনো ইচ্ছা ছিল না তার। প্রীতম বলেন, ‘মিউজিক নিয়ে ভেবেচিন্তে কিছু করব তেমন কোনো পরিকল্পনা ছিল না। ইচ্ছা ছিল সামরিক বাহিনীতে যোগ দেওয়ার। যদিও পরবর্তীতে তা আর হয়ে ওঠেনি।’ গান ও সংগীতায়োজনের পাশাপাশি এই সময়ের শিল্পীদের মধ্যে ভালো অভিনয় করেন প্রীতম হাসান। তার প্রমাণ দিয়েছেন ‘জাদুকর’ গানটির ভিডিওর মধ্য দিয়ে। সাড়ে ১২ মিনিটের এই মিউজিক ভিডিওতে প্রীতম দৃষ্টি কেড়েছে কোটি দর্শকের হৃদয়। এ প্রসঙ্গে প্রতীক বলে, ‘খুবই কষ্টের কাজ অভিনয়। তবে ভালো স্ক্রিপ্ট বা ভালো চরিত্র পেলে অভিনয় করব। করার জন্য করা বা অভিনয় আমাকে করতেই হবে এমন না। গান আমার প্রথম পছন্দ। সময় সুযোগ মিলিয়ে অভিনয়টাও করতে চাই।’ সিঙ্গেল গান প্রকাশ ও অভিনয়ের পাশাপাশি প্লে-ব্যাকেও রয়েছে তার পদচারণা। গান করেছেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে। অল্প সময়ে যেটুকু এসেছেন তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতেও ভুল করলেন না প্রীতম। শুরুর দিকে কাজ করেছেন বিভিন্ন জিঙ্গেলে। তখন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সহযোগী হয়েও কাজ করেছেন লম্বা সময়। তাই নিজের সংগীত জীবনে যতটুকু প্রাপ্তি তার জন্য হাবিবের অবদান অনেক বলে জানান প্রীতম। সুরকার ও সংগীতশিল্পী অদিত আর গীতিকার আসিফ ইকবালও গানের জগতে নানাভাবে প্রীতমকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তবে এতটা পথ পাড়ি দিতে বড় ভাইয়ের অবদানও কম নয়। এখন প্রতীক ব্যস্ত তার নতুন গান ‘রাজকুমার’ নিয়ে। পহেলা বৈশাখে প্রকাশ পাবে গানটির ভিডিও। আগেরগুলোর মতো এটিও নির্মাণ করবেন তানিম রহমান অংশু। আপাতত ‘রাজকুমার’-এর প্ল্যানিং নিয়েই আছেন। এখানেও নতুনরূপে হাজির হবেন ‘জাদুকর’ গায়ক।

সর্বশেষ খবর