বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘বালিঘর’-এর সংগীত পরিচালনায় চিরকুট

শোবিজ প্রতিবেদক

‘বালিঘর’-এর সংগীত পরিচালনায় চিরকুট

দুই বাংলার চলচ্চিত্র ‘বালিঘর’-এর সংগীত পরিচালনায় বাংলাদেশের চিরকুট ব্যান্ড। চলচ্চিত্রটি নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল। তাদের সঙ্গে থাকছেন উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষ। চিরকুট ব্যান্ড জানায়, চলচ্চিত্রের গানগুলোর কথা ও সুর করছেন তারা। চিরকুটের পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী বলেন, ‘‘অরিন্দমদা তার নতুন ছবি ‘বালিঘর’-এর স্ক্রিপ্ট তুলে দিয়েছেন আমাদের হাতে। সম্প্রতি নিজেই টানা আড়াই ঘণ্টা পড়ে শুনিয়েছেন তার স্ক্রিপ্ট। মন্ত্রমুগ্ধের মতো আমরা সবাই শুনছিলাম তার ছবির প্রতিটি শব্দ, দৃশ্য। বন্ধুত্ব আর মানবিক সম্পর্কের দারুণ এক গল্প নিয়ে ‘বালিঘর’। ছবিতে উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষের সঙ্গে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে কোলাবোরেট করব।  সৌভাগ্য এবং একইসঙ্গে অনেক বড় দায়িত্ব। দেখা যাক কতটুকু কী করতে পারি।” পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটির চিত্রনাট্য। এতে নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ। সঙ্গে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও নওশাবা। তারকাবহুল চলচ্চিত্রটিতে কলকাতার অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন আবির চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জি ও অনির্বাণ ভট্টাচার্য।

সর্বশেষ খবর