শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতারা সংবর্ধিত

শোবিজ প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতারা সংবর্ধিত

বাঁ থেকে জহির রায়হান, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, গাজী মাজহারুল আনোয়ার

একুশে পদকপ্রাপ্ত ২১ চলচ্চিত্র পরিচালককে সম্মাননা দিল চলচ্চিত্র পরিচালক সমিতি। গতকাল এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান জানানো হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন। সম্মাননা পাওয়া চিত্রপরিচালকরা হলেন— প্রয়াত কলিম শরাফী, জহির রায়হান, ওবায়েদ উল হক, সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদ, সুভাষ দত্ত, আবদুল্লাহ আল মামুন, আবদুল জব্বার খান, খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম, আলী মনসুর ও তারেক মাসুদ। জীবিতদের মধ্যে রয়েছেন— আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, গাজী মাজহারুল আনোয়ার, সাদেক খান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ড. অরূপ রতন চৌধুরী, এটিএম শামসুজ্জামান, তানভীর মোকাম্মেল এবং ইলিয়াস কাঞ্চন। তথ্যমন্ত্রী একুশে পদক ও সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানিয়ে বলেন, এসব গুণীজনের আদর্শ ও কাজ অনুসরণ করে এগিয়ে গেলে চলচ্চিত্রের দৈন্যদশা অচিরেই কেটে যাবে। নতুন ও বর্তমান নির্মাতাদের তিনি এসব গুণীজনের পথ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, এই ২১ নির্মাতার কাজ দেশীয় চলচ্চিত্র ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছে এবং চলচ্চিত্রের ইতিহাসে তারা অমর হয়ে থাকবেন। প্রয়াত নির্মাতাদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা হিসেবে দেওয়া হয় চলচ্চিত্র পরিচালক সমিতির মনোগ্রাম খচিত ক্রেস্ট, মানপত্র ও উত্তরীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সর্বশেষ খবর