শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গানের মানুষ অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায়

শোবিজ প্রতিবেদক

গানের মানুষ রথীন্দ্রনাথ রায়। এবার আসছেন ‘গানের মানুষ’ অনুষ্ঠানে। তার কণ্ঠে শোনা যাবে প্রিয় কিছু গান। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮টায় এটিএন বাংলায়। রথীন্দ্রনাথ রায় একজন কণ্ঠযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। জন্ম ১৯৪৯ সালে নীলফামারী জেলার সুবর্ণখুলী গ্রামে। তার পিতা অন্যতম লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের লোকসংগীতের একজন প্রখ্যাত শিল্পী। এ ছাড়া অনেক দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। জনপ্রিয় বাংলা ছায়াছবি ‘সাত ভাই চম্পা’ ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৬৬ সালে। মমতাজ আলী খানের কথা আর সুরে গানটি ছিল ‘কন্যা গো আমার ছয় মাসের সফর, বাণিজ্য করতে যাব আমি ফুলতলার শহর’। দ্বৈত এ গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত মৌসুমী কবির। কণ্ঠশিল্পী হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।’

সর্বশেষ খবর