মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রবীন্দ্রসংগীত নিয়ে আবদুল হাদী

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্রসংগীত নিয়ে আবদুল হাদী

সৈয়দ আবদুল হাদী, দীর্ঘ বিরতির পর আবারও কণ্ঠে তুলে নিলেন রবীন্দ্রনাথের গান। ‘আজ ধানের খেতে’ শিরোনামের এই গান রেকর্ডিং করা হলো রাজধানীর একটি স্টুডিওতে। তবে শুধু গান নয়, শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে গানটির। রবীন্দ্রনাথের গান গাওয়া প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘সংগীতজীবনের শুরু থেকেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার সম্পর্ক। তাই রবীন্দ্রনাথের গান গাওয়ার সুযোগ হলে কখনো তা হারাতে চাই না।’ জানালেন, নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন লিমন। আগামী ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা ঢোলের ব্যানারে গান ও ভিডিওটি প্রকাশিত হবে। এ ছাড়া দেশের চারটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বাংলাফ্লিক্স, রবি স্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে প্রকাশ করা হবে গানটি। এর আগে জন্মবার্ষিকী উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশ পেয়েছিল অ্যালবামটি। এরপর আর রবীন্দ্রনাথের গান গাওয়া হয়নি।

 

সর্বশেষ খবর