বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
সাক্ষাৎকার : এফ এস নাঈম
মডেল ও অভিনেতা

টেলিভিশনের দর্শক মোটেই কমছে না

মডেলিং ও অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন নাঈম। তার সমসাময়িক ব্যস্ততা ও বিভিন্ন বিষয় নিয়ে থাকছে আজকের সাক্ষাৎকার

পান্থ আফজাল

টেলিভিশনের দর্শক মোটেই কমছে না

কেমন আছেন? শুটিংয়ে নাকি?

আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যাঁ... নির্মাতা তপু খানের ‘সময়ের গল্প’ ধারাবাহিকের ‘সুজনে কূজন’ পর্বের শুটিংয়ের কাজ করছি। রহস্য ও সমাধান নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি আরটিভিতে প্রচারিত হচ্ছে। এই পর্বটি ডাকাতির কাহিনী নিয়ে, যেখানে আমার চরিত্র সুজন।

 

‘ইডিয়ট’ ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

সুমন আনোয়ারের ‘ইডিয়ট’ এক অন্য লেভেলে চলে গেছে। ইডিয়টে আমিসহ বাকি শ্যামল ও কল্যাণ স্পেশাল চাইল্ড। আগে এমন চ্যালেঞ্জিং কাজ কখনো করা হয়নি। এত বড় বড় তারকা সমাবেশ-সত্যিই দারুণ অভিজ্ঞতা। রয়েছেন আজাদ আবুল কালাম, আফরান নিশো, মৌসুমী হামিদ, নাসিম, শবনম ফারিয়া, সানজিদা তন্ময়, হিল্লোল, ফারুকসহ অনেকেই।

 

স্ত্রী অভিনেত্রী নাদিয়ার সঙ্গে সময়জ্ঞান, বোঝাপড়াটা কেমন?

হাজব্যান্ড-ওয়াইফের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত আমাদের মধ্যেও তাই রয়েছে। ঘরে ফেরার পর দুইজনে একই স্বাভাবিক জীবনযাপন। আমরা কাজের ক্ষেত্রে সবসময় ক্যালেন্ডার মেনটেন করি। সবসময় প্ল্যানমাফিক চলি ১০০%। এর বাইরে যেতে পারি না। নাদিয়া একজন ভালো অভিনয়শিল্পী। তাই যখন আমরা একসঙ্গে থাকি, দুজনে মিলে ভালো থাকার চেষ্টা করি।

 

আপনি ফেসবুকে খুব একটা একটিভ নন... কেন?

টিভি তারকারা দর্শকদের কাছে অ্যাভেইলেবল হওয়াটা ঠিক বলে মনে করি না আমি। কারণ যাদের দেখার জন্য টিভির সামনে বসে থাকেন দর্শক, তাদের যদি সারা দিন ফেসবুকে পাওয়া যায়, তাহলে তাদের প্রতি দর্শকদের আগ্রহ কমে যায়। দর্শকদের কাছে তারা কেন এত সহজলভ্য হবে?

 

সম্প্রতি মার্কিন দূতাবাসের একটি অনুষ্ঠানে পারফর্ম করলেন...

তানজিলের দল ঈগলস ড্যান্স কোম্পানি অংশ নিয়েছিল মার্কিন দূতাবাসের মহামিলন মেলায়। সেখানে ড্যান্স ফারফর্ম করেছিলাম। পারফর্মেন্স শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মূল্যবান ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

 

সবাই বলছে টেলিভিশনের দর্শক কমছে, আপনার কী মত?

টেলিভিশনের দর্শক মোটেই কমছে না। বরং অনেক চ্যানেলের কারণে দর্শক ভাগ হয়ে গেছে। সন্ধ্যার পর যখন বিভিন্ন চ্যানেলে নাটক প্রচার হয়, তখন দিনের তুলনায় দর্শক কয়েকগুণ বেড়ে যায়।

সর্বশেষ খবর