বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক-অভিনয়শিল্পীদের সম্পর্ক উন্নয়ন

শোবিজ প্রতিবেদক

সাংবাদিক-অভিনয়শিল্পীদের সম্পর্ক উন্নয়ন

অভিনয়শিল্পী ও বিনোদন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে সম্প্রতি গোলটেবিল বৈঠকের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ। ‘অভিনয়শিল্পী ও বিনোদন সংবাদকর্মী সংযোগ’ শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয় ২৭ মার্চ বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে। দেশের শীর্ষস্থানীয় টিভি, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। অভিনয়শিল্পী সংঘের মধ্যে সভাপতি ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমসহ অভিনয়শিল্পী ড. এনামুল হক, মামুনুর রশীদ, কে এস ফিরোজ, আফরোজা বানু, আবুল কালাম আজাদ, বন্যা মির্জা, লুত্ফর রহমান জর্জ, শামস সুমন, রওনক হাসান, আহসানুল হক মিনু, জাকিয়া বারী মম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুজাত শিমুল উপস্থিত ছিলেন। সভাপতি শহিদুল আলম সাচ্চু বলেন, ‘শিল্পী ও সাংবাদিক এক পরিবারের সদস্য। শিল্পীদের কাজ ভালো-মন্দ সবকিছু সূক্ষ্মভাবে সমালোচনা করা, সত্য খবর পরিবেশন করা সাংবাদিকদের কাজ। শিল্পী ও সাংবাদিকদের মধ্যে পরিচিতি ও পারস্পরিক আন্তরিকতা বাড়ানো উচিত।’ শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘শিল্পীদের ভাবমূর্তি অনেকটা বিনোদন সংবাদকর্মীদের ওপর বর্তায়। আবার বিনোদন সংবাদকর্মীদের খবরের খোরাক জোগান দেন শিল্পীরা। তাই শিল্পী ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সুসম্পর্ক থাকা আবশ্যক।’ 

সর্বশেষ খবর