বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দেশের মঞ্চে ‘দেবদাস’

শোবিজ প্রতিবেদক

শরৎচন্দ্রের অনবদ্য সৃষ্টি ‘দেবদাস’। রুপালি পর্দা জয় করে এবার বাংলাদেশের মঞ্চেও উঠছে তুমুল জনপ্রিয় এ উপন্যাসটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের শিক্ষার্থীরা এটি মঞ্চস্থ করবেন। চার দিন বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এটি চলবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ‘দেবদাস’-এর মঞ্চায়ন নিয়ে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এর আগে কখনো দেবদাস মঞ্চে আসেনি। তবে পাকিস্তান শাসনামলে এটি মঞ্চায়ন হয়েছে।’ সে হিসেবে প্রথমবারের মতো দেশের মঞ্চে আসছে নাটকটি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রুবাইয়াৎ আহমেদ জানান, বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের শিক্ষার্থীদের পাঠ্যসূচির অংশ হিসেবে নাটকটি মঞ্চায়ন করছেন তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর