বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শ্রীমঙ্গলে লালজমিনের ১৫০তম মঞ্চায়ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে লালজমিনের ১৫০তম মঞ্চায়ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ এপ্রিল মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের ওপর নির্মিত লালজমিন নাটকের ১৫০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। স্থানীয় বিজয়ী থিয়েটারের নতুন কমিটির অভিষেক উপলক্ষে মহসীন অডিটরিয়ামে এ নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটি মঞ্চায়নে সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয়। এই প্রথম বাংলাদেশ ও ভারতের কোনো একক নাটকের ১৫০তম মঞ্চায়ন এটি। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। আর সুদীপ্ত চক্রবর্তীর নির্দেশনা ও মোমেনা চৌধুরীর অভিনয়ে মুক্তিযুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে নির্মিত শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’। এই নাটকটিতে মুক্তিযুদ্ধে এক কিশোরীর অংশগ্রহণ, যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠেছে।

সর্বশেষ খবর