শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সালমানের পাঁচ বছরের জেল

শোবিজ ডেস্ক

২০ বছর আগেকার কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমন খানকে দোষী সাব্যস্ত করল যোধপুরের আদালত। পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় অন্য চার অভিযুক্ত ছিলেন সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে। তাদের অবশ্য বেকসুর ঘোষণা করেছে আদালত। এ রায়ের ফলে সালমানকে আজ রাতে যোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হবে। সালমানের আইনজীবী এইচ এম সারস্বতের দাবি ছিল, সরকারি কৌঁসুলি অভিযোগের সপক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি, বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল, তাও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি বলে দাবি করেছেন সারস্বত। ২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শেষ হয়। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের মাঝে আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান খান। সে সময় তার সঙ্গে সাইফ আলী খান, নীলম, টাবু ও সোনালি বেন্দ্রো ছিলেন। রাজস্থানের কঙ্কানি এলাকায় গ্রামবাসীদের বক্তব্য, গুলির শব্দ শুনে তারা সালমানদের জিপসি গাড়িটিকে ধাওয়া করেছিলেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর