সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ইন্টারভিউ : আজাদ আবুল কালাম

চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছি

চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছি

অভিনেতা, নাট্যকার এবং নির্মাতা আজাদ আবুল কালাম। তবে অভিনেতা হিসেবেই তিনি বেশি পরিচিত। অভিনয়ের বাইরে নাটক লেখেন ও নাটক তৈরিতে ব্যস্ত থাকেন। তার সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা তুলে ধরেছেন—পান্থ আফজাল

 

কেমন আছেন?

হুম...অনেক ভালো আছি।

 

এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ততা?

নতুন একটি মঞ্চ নাটকের রিহার্সেল করছি। এটি নতুন রেপাটর্রি  ‘হৃত্মঞ্চ’ এর প্রথম প্রযোজনা; নাম ‘রুধিররঙ্গিণী’। রচনা ও নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা। এই প্রযোজনার একটি চরিত্রে আমি অভিনয় করছি। 

 

সামনে আপনার দল প্রাচ্যনাটের নতুন কোনো কাজ আসছে কি?

নতুন একটি মঞ্চনাটক নামানোর চেষ্টা করছি। জুন মাসের শেষের দিকে প্রাচ্যনাট প্রযোজিত এই নতুন নাটকটি নামতে পারে।

 

আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন। অনুভূতি কেমন?

যেকোনো পুরস্কার প্রাপ্তিই একই সঙ্গে আনন্দের ও সম্মানের। এটি আসলে কাজের স্বীকৃতি। আর পুরস্কার নির্ধারণ করার আমি কেউ না। ২০১৩ সালেও ‘সবুজ ভেলভেট’ নাটকের জন্য একই প্লাটফর্ম থেকে সমালোচক বিভাগে সেরা নাট্যকারের পুরস্কার পেয়েছিলাম।

 

শুনেছিলাম একটি চলচ্চিত্র তৈরির কাজে হাত দিয়েছেন?

হুম... একটি চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছি। আপাতত চিত্রনাট্য প্রস্তুতির কাজ চলছে।

 

আর অন্যান্য ব্যস্ততা...

নিয়মিত টিভি নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনে কাজ তো করছিই; ভয়েজ দিচ্ছি। ঈদের জন্য নতুন একটি নাটক নির্মাণ করছি।

 

সামনে নতুন আর কোনো পরিকল্পনা আছে?

আমি নাটক বানাই, লিখি আর অভিনয় করি। এখন নাটকে বা ফিল্মে অভিনয় করছি আর পরিচালনা করার চেষ্টা করছি আর কি!

সর্বশেষ খবর