মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কুমার বিশ্বজিতের তিন যুগ

শোবিজ প্রতিবেদক

কুমার বিশ্বজিতের তিন যুগ

সংগীতাঙ্গনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের পথচলা শুরু ১৯৭৭ সাল থেকে। পেশাগতভাবে ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে তার পদচারণা শুরু হয়। সেই হিসেবে সংগীতাঙ্গনে কুমার বিশ্বজিৎ তিন যুগ সময় পার করছেন। আবদুল্লাহ আল মামুনের লেখা এবং নকীব খানের সুর-সংগীতে তোরে পুতুলের মতো করে সাজিয়ে গানটি বিটিভিতে প্রচার হয় আল মানসুর প্রযোজিত ‘শিউলী মালা’ অনুষ্ঠানে। এই গান দিয়েই এ দেশের সংগীতপ্রেমী শ্রোতাদের মনে ঠাঁই করে নেন কুমার বিশ্বজিৎ। ১৯৮৫ সালে নূর হোসেন বলাই পরিচালিত আলাউদ্দিন আলীর সুর-সংগীতে ‘আমরা দুজন দুটি শান্ত ছেলে’ গানে প্রথম প্লে-ব্যাক করেন কুমার বিশ্বজিৎ। এরপর অসংখ্য আধুনিক এবং চলচ্চিত্রের গানে কুমার বিশ্বজিেক পেয়েছে এ দেশের গানপ্রেমী শ্রোতা-দর্শক।

সংগীতে তিনযুগ দাপটের সঙ্গে পদচারণা করে চলেছেন কুমার বিশ্বজিৎ। শুরু থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়তা নিয়ে তিনি গান গেয়ে চলেছেন। সংগীতে দীর্ঘ তিন যুগ পার হওয়া প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার বাবা ছিলেন ব্যবসায়ী। বাবার ইচ্ছা ছিল, আমি যেন ব্যবসায় মনোযোগ দেই। কিন্তু আমার মায়ের কারণেই আমার আজকের এই অবস্থানে আসা। মায়ের এই ঋণ কোনোভাবেই কোনো কিছু দিয়ে শোধ করার নয়। আমি বিশেষত কৃতজ্ঞ আমার প্রথম সুপারহিট ‘তোরে পুতুলের মতো করে’র গানের গীতিকার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল মামুন, সংগীত পরিচালক নকীব ভাই, প্রথম প্লে-ব্যাকের সংগীত পরিচালক আলাউদ্দিন আলী ভাইয়ের প্রতি। এরপর অনেক সুরকার, সংগীত পরিচালক, গীতিকারের গান আমি গেয়েছি। তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর