মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মিলন-প্রভার গল্প

শোবিজ প্রতিবেদক

মিলন-প্রভার গল্প

স্বামী না ফিরে আসা, বাবা মারা যাওয়া—সব মিলিয়ে শবনমের নিজস্ব জীবন যখন কোণঠাসা হয়ে ওঠে, তখন শবনমের বেঁচে থাকার যুদ্ধটা অনেক বড় হয়ে ওঠে। জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে শবনম তার ফুফুর সঙ্গে চলে আসে অন্য এলাকায়। ইটভাটার শ্রমিক হিসেবে শবনম শুরু করে নতুন যুদ্ধ। এই পোড়ামাটির জীবনে শবনম যখন মেনে নেয় তার বেঁচে থাকাটাই একমাত্র জীবন, ঠিক এ সময়টিতে এই ভাটায় শবনম সেই মোহনলালের মুখোমুখি হয়। এই জীবনযুদ্ধে এসে শবনম যতটাই নিজেকে আড়াল করতে চায়, মোহনলাল ততটাই সামনে চলে আসে। শবনম জানে, সে চাইলেই তো মোহনলালের সঙ্গে নতুন একটা জীবন! অথচ কোন সাহসে চাইবে? ভালোবাসা? হয় কি? আসন্ন ঈদকে সামনে রেখে নির্মাতা সেতু আরিফের পাণ্ডুলিপি ও পরিচালনায় দেশ টিভির জন্য নির্মিত হলো এই কাহিনীচিত্র ‘শবনমের দ্বিতীয় গল্প’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও প্রভা। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন আহমেদ অপু, আল আমিন, হিন্দোল রায়, টুনটুনি খালা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর