শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

একই অঙ্গে এত রূপ...

আলী আফতাব

একই অঙ্গে এত রূপ...

নুসরাত ফারিয়া

উপস্থাপিকা, আর জে, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। মিডিয়ার সর্বস্তরে যেন তার পদচারণা। যেখানে হাত দিয়েছেন পেয়েছেন সফলতা। হ্যাঁ আমরা বলছি নুসরাত ফারিয়ার কথা। যার পুরোনাম নুসরাত ফারিয়া মাজহার। কন্যা রাশির এই জাতিকা খুব স্বল্পসময়ে লাইমলাইটে উঠে আসেন তার কাজের মধ্য দিয়ে। একই অঙ্গে এত রূপের এই মানুষটি চলচ্চিত্রে পা দিয়েই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। দুই বাংলার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি ভারতে প্রকাশ করেছেন তার গাওয়া প্রথম গানের মিউজিক ভিডিও ‘পটাকা’। অভিষেক গানেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এই নায়িকা। প্রশংসা পাচ্ছেন ওপার বাংলার শ্রোতা-দর্শকের কাছে। গানটি প্রকাশ হয়েছে বাংলাদেশেও। সিএমভির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে ২৬ এপ্রিল। ‘পটাকা’র কোরিওগ্রাফার কলকাতার পরিচালক বাবা যাদব। গানের কথা লিখেছেন রাকিব রাহুল। মিউজিক দিয়েছেন প্রীতম হাসান। গোটা মিউজিক ভিডিওটি শুট করা হয়েছে মুম্বাইয়ে। গত ২৪ ঘণ্টায় ইউটিউবে এই গানটির ভিউ হয়েছে তিন লাখেরও বেশি। গল্পটা এখানেই শেষ নয়। এই অনুষ্ঠানে নুসরাত ফারিয়া ঘোষণা দিয়েছেন—এই মিউজিক ভিডিও থেকে যে অর্থ আসবে তা শিশু শিক্ষার জন্য দান করা হবে। তিনি আরও বলেন, ‘আমি গান শিখিনি। গানের প্রতি আগ্রহ ছিল বলে সবসময়ই গান গাওয়ার চেষ্টা করতাম। আশা করছি এই গানটি ভালো লাগবে সবার।’ নতুন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ, অভিনয়টা নিয়েই থাকতে চাই। তবে গান যে আর করব না এমন কিন্তু নয়। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘আগামী ২ থেকে ১৭ মে পর্যন্ত আমার এলএলবি ফাইনাল পরীক্ষা। এর মধ্যে আর কিছু করছি না। মে মাসের শেষের দিকে কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করার কথা চলছে। ব্যাটে-বলে হলে কাজ শুরু করে দেব।’ চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত-সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়া। এর বিষয়গুলোও দারুণ। ইমরান হাশমির বিপরীতে ছবি, নিয়মিত শরীর চর্চার ভিডিও সোশ্যাল মাধ্যমে আপলোড, কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে নায়িকা, ‘আল্লাহ মেহেরবান’ গানে অংশগ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখে ছিলেন এই নায়িকা। এ বিষয়ে জানতে চাওয়া হয় নুসরাত ফারিয়ার কাছে। তিনি বলেন, ‘সমালোচিত মানেই আলোচিত। আমি চেষ্টা করি যে কোনো কাজই ভালো করে করার জন্য। আর একটি বিষয় সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই। আমার কাজের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হলেই হলো।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর