রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সৌমিত্রের সঙ্গে ঈশিতা ও অন্তু

শোবিজ প্রতিবেদক

সৌমিত্রের সঙ্গে ঈশিতা ও অন্তু

দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। তবে তিনি এবার ফিরেছেন চমক নিয়ে। কারণ, তার সঙ্গে যুক্ত হয়েছেন ওপার বাংলার গুণী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাফায়েল আহসানের কাহিনী এবং পরিচালনায় এবং জ্যোতি হাজরার চিত্রনাট্য ও সংলাপে ঈশিতা-সৌমিত্র অভিনীত এই টেলিফিল্মটির নাম ‘কাঠপেন্সিল’। এই টেলিফিল্মে অভিনয় করা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘অভিনয়ে দীর্ঘ চার বছর পর ফিরলাম; কিন্তু এর আগে মার্কস অলরাউন্ডার অনুষ্ঠানের বিচারক হিসেবে ২০১৪ সালে টিভি পর্দায় এসেছিলাম। ‘কাঠপেন্সিল’ নাটকটির শুটিং এখনো শেষ হয়নি। ৩ দিন ধরে কেবলমাত্র কলকাতার অংশের শুটিং শেষ হয়েছে। বাংলাদেশ অংশের শুটিং অচিরেই শুরু হবে। এই টেলিফিল্মে কলকাতার একজন আলোকচিত্রী হিসেবে আমার বিপরীতে অভিনয় করেছেন অর্ণব মারগুলিস অন্তু। আর সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার একজন প্রখ্যাত কবি ও চিত্রশিল্পী, যার শৈশব কেটেছে বাংলাদেশে। এখানে আমি একজন বাংলাদেশি রিপোর্টার। আমি তার ইন্টারভিউ নিতে কলকাতায় যাই। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই টেলিফিল্মে আরও রয়েছেন গারগী ব্যানার্জী, অনুপ কুমার অমিত্র প্রমুখ। তবে, বাংলাদেশ অংশের শুটিং-এ কে কে অভিনয় করবেন তা এখনো ফিক্সড হয়নি। সবকিছু ঠিকঠাক করে তবেই বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে।’ উল্লেখ্য, ঈশিতা একাধারে একজন  জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি ১৯৮৮ সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-তে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। 

সর্বশেষ খবর