সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রভার ‘প্রতিবেশিনী’

শোবিজ প্রতিবেদক

প্রভার ‘প্রতিবেশিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী প্রভা। এই নাটকের নির্মাতা  শ্রাবণী ফেরদৌস প্রভাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন নতুনভাবে। পরনে শুভ্র শাড়ি। মাথার কেশ আলগা করে ছেড়ে দেওয়া। হাতের ওপরে থুঁতনি রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। দৃষ্টিতে গভীর অনিশ্চয়তা আর অপ্রাপ্তির হাহাকার। দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে ‘প্রতিবেশিনী’ নাটকের শুটিং সেট থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূলগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন নির্মাতা শ্রাবণী ফেরদৌস। আর এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও ইরফান সাজ্জাদ। এই প্রসঙ্গে প্রভা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই। নিজেকে নতুন করে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি দর্শক আমাকে নতুনভাবে খুঁজে পাবে। নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘রবীন্দ্রনাথ কিংবা নজরুলের যে কোনো কাজ নিয়েই সবার আলাদা একটা আগ্রহ রয়েছে। তবে রবীন্দ্রনাথের যে ভাষাশৈলী তার ওপর দখল কিন্তু সব অভিনয়শিল্পীর থাকে না। রবীন্দ্রনাথের গল্পে কথা বলার ধরনসহ সবকিছু ভিন্ন থাকে। এ জন্য কোনো শিল্পী যখন কাজের সুযোগ পায় তখন সে তার পুরোটাই দেওয়ার চেষ্টা করে। আবার ভয়েও থাকে। ইরফানের প্রথম দিন একটু সমস্যা হয়েছিল কিন্তু পরের দিন ঠিক হয়ে গেছে। রবীন্দ্রনাথের কাজ কম করার কারণে ইরফানের এমনটা হয়েছিল। এ সময়ের শিল্পীরা তো এ সময়ের স্টাইলে কথা বলবে— এটাই তো স্বাভাবিক। কিন্তু রবীন্দ্রনাথের ভাষাগত প্রয়োগ বলার টিউন তো ভিন্ন। এই রাবীন্দ্রিক টিউনটা ধরতে আসলে সময় লাগে। আর প্রভা তো খুব ভালো অভিনেত্রী এটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এর আগে প্রভা রবীন্দ্রনাথ-নজরুলের গল্পে কাজ করেছে। সর্বশেষ দুজনের কম্বিনেশনটা ভালো ছিল। দুজনেই খুব ভালো করেছে। কাজটি ভালো হয়েছে।’  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর