শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘ত্রিংশ শতাব্দী’ নাটকের দৃশ্য

প্রদর্শনী

জাতীয় ভাস্কর্য প্রদর্শনী

নবীন, প্রবীণ, আমন্ত্রিত প্রয়াত পথিকৃত শিল্পীদের ভাস্কর্য নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে চতুর্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০১৮। প্রতিদিন  বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৭ জুন শেষ হবে এই প্রদর্শনী।

 

নেপাল আর্ট ফেয়ার বাংলাদেশ ২০১৮

নেপাল ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে চলছে— ‘নেপাল আর্ট ফেয়ার বাংলাদেশ’।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনীটি সবশ্রেণির দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

নাটক

 ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন’

আজ বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাট্যসংগঠন স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

 

মহকালের ‘শিখণ্ডী কথা’

১৩ মে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে মহাকাল প্রযোজিত নাটক ‘শিখণ্ডী কথা’।

হিজড়া সম্প্রদায়ের জীবন কাহিনীকে কেন্দ্র করে নাটকটি রচনা করেছেন আনন জামান আর নির্দেশনায় রয়েছেন রশীদ হারুন।

 

অন্যান্য

কাল শেষ হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

‘সবার মাঝে আমার সাথে থাকো,/আমায় সদা তোমার মাঝে ঢাকো,/নিয়ত মোর চেতনা—’পরে রাখো/ আলোকে-ভরা উদার ত্রিভুবন’ প্রতিপাদ্যে কাল শনিবার পাবলিক লাইব্রেরিতে শেষ হবে তিন দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে ৩০তম

উৎসবের সমাপনীতে কাল বিকাল ৫টায় সম্মাননা দেওয়া হবে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর