শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

নজরুলজয়ন্তীতে টিভি আয়োজন

নজরুলজয়ন্তীতে টিভি আয়োজন

এনটিভি

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে ‘আমারে দেবনা ভুলিতে’। চিত্রনাট্য গোলাম রাব্বানী ও পরিচালনায় জয়ন্ত রোজারিও। অভিনয়ে হাসনাত রিপন, জয় কস্তা, নূসরাত জাহান নীপা। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘মহুয়ার মায়া’।

চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, প্রসূন আজাদ। রাত ১০টায় কবিতালেখ্য ‘প্রেমিক অথবা বিপ্লবী’তে আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, শারমিন লাকি, মুনিরা ইউসুফ, মাসুদ সেজান।

এটিএন বাংলা

রাত ৯টায় প্রচার হবে নজরুল জয়ন্তীর বিশেষ নাটক ‘বিদ্রোহী’। শৌর্য দীপ্ত সূর্যর রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রওনক হাসান, প্রসূন আজাদ প্রমুখ।

আরটিভি

বিদ্রোহী কবির ‘অগ্রগতি’ গল্প অবলম্বনে নাটক ‘বনের পাপিয়া’ ৮টা ১০ মিনিটে প্রচার হবে।  যৌথভাবে পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। স্বামী মিত্রের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও রমলার চরিত্রে সানজিদা প্রীতি। আরও রয়েছেন খায়রুল টিপু, তৃষ্ণা সরকার প্রমুখ।

মাছরাঙা টিভি

নজরুলজয়ন্তী উপলক্ষে রাত ৭টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘রাক্ষুসী’ প্রচার হবে। পরিচালনায় রকিবুল আলম রুশো। অভিনয় করেছেন শাহাদাত, শর্মীমালা, নাজিরা মৌ প্রমুখ।

দুরন্ত টিভি

জাতীয় কবির ১১৯তম জয়ন্তী উপলক্ষে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী-রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। নৃত্যানুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টায়। বিকাল ৫টায় প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। ‘রঙের খেলায় সুরের ভেলায়’ গান শেখার অনুষ্ঠানে নজরুলের ‘মোমের পুতুল মোমের দেশের মেয়ে’ গানটি শেখাবেন চম্পা বণিক। পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। এ ছাড়াও শিশুদের কণ্ঠে আবৃত্তি এবং নজরুল বিষয়ক কথামালা প্রচারিত হবে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে।

সর্বশেষ খবর