সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

শাকিব খান এই ঈদেও

পান্থ আফজাল

শাকিব খান এই ঈদেও

বিগত বছরগুলোতে দেশীয় সিনেমায় ‘রাজত্ব’ করে গেছেন ঢাকাই ফিল্মের সুপারস্টার শাকিব খান। এই সুপারহিরো বাংলা সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। খ্যাতির কারণেই হোক কিংবা অভিনয়গুণেই হোক ঈদ বা যে কোনো উৎসবে তার ছবি মানেই সুপার-ডুপার হিট! উৎসবে প্রত্যেক তারকা চান তার সেরা কাজটি উপহার দিতে। তবে শাকিব তাদের থেকে বরাবরই এগিয়ে। কয়েকদিন আগে পর্যন্তও ঈদে মুক্তির মিছিলে কমপক্ষে পাঁচটি ছবির নাম সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়। তবে প্রদর্শকরা বলছেন শেষ পর্যন্ত এই তালিকায় যোগ-বিয়োগ হতে পারে। ঈদে মুক্তিতে এগিয়ে থাকা পাঁচটি ছবি হলো- ‘পোড়ামন টু’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পাঙ্কু জামাই’ ও ‘আমার প্রেম আমার প্রিয়া’। এই পাঁচটি ছবির মধ্যে তিনটি ছবির নায়কই ‘কিং খান’ শাকিব খান। এবারের ঈদে তাই শাকিব খান তার ছবির সংখ্যা নিয়ে উৎসবে রাজত্ব করবেন। তার অভিনীত তিনটি ছবি হলো- ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’ ও ‘পাঙ্কু জামাই’। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ রোমান্টিক কমেডি ধাঁচের ছবি। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে নায়িকা হলেন বুবলী। অন্যদিকে ঈদে শাকিব খান অভিনীত মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে আরেকটি ছবি হলো নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’। এরই মধ্যে সিনেমাটির ফাস্ট লুক প্রকাশ হয়েছে। ছবিটির অল্প শুটিং বাকি ছিল। গত শনিবার শেষ হয়েছে ছবিটির শুটিং। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। আর আবদুল মান্নানের রোমান্টিক কমেডি ছবি ‘পাঙ্কু জামাই’ ছবিতে আছেন অপু বিশ্বাস। যেটি শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের শেষ ছবিও বলা যায়। এদিকে শাকিব বাদে সিয়াম ও পূজা চেরী অভিনীত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফির ‘পোড়ামন টু’ ছবিটি রয়েছে মুক্তির মিছিলে। এটির টিজার, পোস্টার ও গান দর্শক প্রশংসায় ভাসছে। অন্যদিকে পরীমনি ও কায়েস আরজুকে নিয়ে ‘আমার প্রেম আমার প্রিয়া’ নির্মাণ করেছেন শামিমুল ইসলাম শামীম। ইতিমধ্যে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার  ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। সব মিলিয়ে তারকাবহুল ছবিই এবারের ঈদকে বাড়িয়ে দেবে বহুগুণে। শাকিব খান আগেও জানিয়েছিলেন, গড়পরতা সিনেমায় তিনি আর অভিনয় করবেন না। ‘দশটি ফ্লপ সিনেমা থেকে একটি হিট সিনেমা করলে তাতেই লাভ। শুধু নিজের ক্যারিয়ারের জন্য নয়, একটি হিট সিনেমার ফলে পুরো চলচ্চিত্র শিল্প আর্থিকভাবে লাভবান হয়।’ তবে এই ঈদে তার ছবির রাজত্ব দেখে বোঝা যাচ্ছে যে, তিনিই সেরা। তিনি প্রতিবারই প্রমাণ করে দিচ্ছেন ঢালিউডে তিনিই অপ্রতিদ্বন্দ্বী নায়ক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর