সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সাত শিল্পীর কণ্ঠে বিশ্বকাপের গান

শোবিজ প্রতিবেদক

সাত শিল্পীর কণ্ঠে বিশ্বকাপের গান

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে আর মাত্র বাকি ১১ দিন। এর মধ্যেই দেশের মানুষ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে। চলছে নানারকম প্রস্তুতি। এবারের ঈদ অনুষ্ঠান মালায় স্থান পেয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ কিছু নাটক। আর এই প্রস্তুতিতে পিছিয়ে নেই কণ্ঠশিল্পীরা। এবার বিশ্বকাপের একটি গানে কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সাত কণ্ঠশিল্পী। এর মধ্যে রয়েছেন আসিফ আকবর, তাহসান, ডি রকস্টার শুভ,

ওয়ারফেজের মিজান, মমতাজ, কণা, ও জেফার। মেহেদী আনসারীর কথায় গানটির সুর করেছেন শুভ। আর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। সুন্দর কিছু লোকেশনে গানটির মিউজিক ভিডিও করবেন তানিম রহমান অংশু। এই প্রসঙ্গে শুভ বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের মধ্যে উত্তেজনার কমতি নেই। আর এই বিশ্বকাপ নিয়ে কোনো গান হবে না তা কি হতে পারে। এই জন্য আমাদের এই ছোট প্রয়াস। আমরা চেষ্টা করেছি একটি ভিন্ন ধাঁচের গান দিয়ে এবারের বিশ্বকাপ ফুটবলকে বরণ করতে। ৬ জুন গানটির শুটিং হবে এবং সব কিছু ঠিক থাকলে ১০ জুন গানটি প্রকাশ করব।’ অন্যদিকে গান নিয়ে আসিফ আকবর বলে, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা আমাদের সবার মধ্যে আছে। আর গানটি নিয়ে যদি বলা হয় তবে বলব, ‘গানের কথা, সুর ও সংগীতায়োজনে মনে হচ্ছে গানটি দর্শক— শ্রোতাদের ভালো লাগবে।’ গানের পাশাপাশি ভিডিওটিও ভালো হবে আশা করছি’।

কণা বলেন, ‘এবার জমবে খেলা গানে গানে। বেশ সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম আমরা। আশা করি ভালো লাগবে। 

সর্বশেষ খবর