মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

রুবাইয়াতের ‘মেড ইন বাংলাদেশ’

শোবিজ প্রতিবেদক

রুবাইয়াতের ‘মেড ইন বাংলাদেশ’

‘মেহেরজান’ ও  ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পর এটি রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি ‘মেড ইন বাংলাদেশ’। বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে ও আত্মনিভর্রশীলতা অর্জনে পোশাকশিল্পের দৃঢ়চেতা নারী শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ছবিটি।  ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল অর্থায়ন এসেছে বিভিন্ন আন্তর্জাতিক অনুদান থেকে। গত বছর লোকার্ণো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস-এ অংশ নিয়ে চিত্রনাট্যের জন্য জিতে নিয়েছে আর্টে ইন্টারন্যাশনালের নগদ পুরস্কার। ২০১৬ সালের লোকার্ণো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস ল্যাবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ‘মেড ইন বাংলাদেশ’ এর স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ।  ২০১৭ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট স্টেশন, হংকং ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম ও লোকার্ণো ওপেন ডোরস হাবে অংশগ্রহণ করে চিত্রনাট্যের কাজ চূড়ান্ত করার পাশাপাশি চলে অর্থায়নের কাজ।

 

সর্বশেষ খবর