রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

২৯ বছর পর রফিকুল আলমের ‘এক হৃদয়হীনার কাছে’

শোবিজ প্রতিবেদক

২৯ বছর পর রফিকুল আলমের ‘এক হৃদয়হীনার কাছে’

আবারও ‘এক হৃদয়হীনার কাছে’ শিরোনামে গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী রফিকুল আলম। এ গানটিতে প্রায় ২৯ বছর পর আবার নতুন করে কণ্ঠ দিলেন এই কণ্ঠশিল্পী। এর আগে ১৯৭৬ সালে বাংলাদেশ বেতারের জন্য গানটিতে প্রথম কণ্ঠ দেন তিনি। আবদুল হাই আল হাদীর কথায় গানটির সুর করেন আলাউদ্দিন আলী। ১৩ বছর পর ১৯৮৯ সালে দেশের প্রথম অডিও সিডি অ্যালবামে গানটি প্রকাশিত হয়। এবার ঈদে গান বাংলা টিভির আলোচিত ‘উইন্ড অব চেঞ্জ : সিজন থ্রি’তে কৌশিক হোসেন তাপসের কম্পোজিশনে গানটিকে কণ্ঠ দেন এ শিল্পী। প্রচারের পর থেকেই গানটিতে ভালো সাড়া পাচ্ছেন রফিকুল আলম। তবে সম্প্রতি ইউটিউবে গানটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতাদের রেসপন্স আরও বেশি করে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

রফিকুল আলম বলেন, ‘গানটি আমার নিজেরও অনেক পছন্দের। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে গানটি পৌঁছে দেওয়ার জন্য তাপস নতুনভাবে এটির সংগীতায়োজন করেছে। প্রায় ২৯ বছর পর এই গানটি নতুন করে গাইলাম। এই গানটির সঙ্গে আমার অনেক আবেগ মিশে আছে। আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’ গানটি গান বাংলা টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। 

সর্বশেষ খবর