মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ছবি বিনিময়ে ফের জটিলতা

যেখানে সিনেমা হল বন্ধ এবং চলচ্চিত্র শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে আইন মেনে ছবি বিনিময়ে বার বার বাধা দিয়ে শিল্পটিকে ধ্বংস করার ষড়যন্ত্র

শোবিজ প্রতিবেদক

সাফটা চুক্তির অধীনে দুই বাংলার ছবি বিনিময়ে ফের জটিলতা দেখা দিয়েছে। এতে আবার ক্ষতির মুখে পড়ছে চলচ্চিত্র ব্যবসায়ীরা। সরকারের আমদানি নীতির ৪৯ এর (গ) ধারার অধীনে বাংলাদেশের পোড়ামন টু, একটি সিনেমার গল্প, রানা পাগলা ও দুলাভাই জিন্দাবাদ ছবি চারটি রপ্তানির বিপরীতে ভারতের বাংলা ছবি ভাইজান এলোরে, সুলতান, পিয়ারে ও ফিদা আমদানির উদ্যোগ নেয় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ বিষয়ে গত ২১ জুন আমদানি ও রপ্তানিযোগ্য ছবির বাছাই কমিটির এক বৈঠক তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু আল হোসেনের সভাপতিত্বে এফডিসিতে অনুষ্ঠিত হয়। এতে এই কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা শেষে অতিরিক্ত সচিব ছবিগুলো আমদানি-রপ্তানিযোগ্য হিসেবে বিবেচনায় এনে এগুলোকে এনওসি দেওয়ার সুপারিশ করে তথ্য মন্ত্রণালয়ে ফাইল প্রেরণ করেন। তথ্য প্রতিমন্ত্রী অজ্ঞাত কারণে এনওসি না দিয়ে আবেদনটি আবার সচিবের কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেন বলে আমদানিকারকরা  অভিযোগ করেন। তাদের কথায় যেখানে অতিরিক্ত সচিব নিজেই এনওসি দেওয়ার সুপারিশ করেছেন সেখানে কেন অযৌক্তিকভাবে তিন সপ্তাহ ধরে ফাইলটি আটকে রাখা হয়েছে। এতে  ছবির অভাবে যেখানে  সিনেমা হল বন্ধ এবং চলচ্চিত্র শিল্প  ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে আইন মেনে ছবি বিনিময়ে বার বার বাধা দিয়ে  শিল্পটিকে ধ্বংস করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এনওসি দেওয়া নিয়ে এই তালবাহানা এটিই প্রথম নয় বলে জানান তারা। এ কারণে বিলম্ব ঘটায় ছবি নানাভাবে বিভিন্ন মাধ্যমে চলে আসে এবং দর্শক সিনেমা হলে গিয়ে আর না দেখায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে অতিরিক্ত তথ্য সচিবের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। চলচ্চিত্রকাররা বলছেন বিষয়টি রহস্যজনক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর